1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম সিসিসি নির্বাচনে গুলি খেয়ে একজন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৩৩ বার নিউজটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
ভোটের দিন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন মো. আলাউদ্দিন আলম (২৮)। ওই সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুমিল্লার জেলার বুড়িচংয়ের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন আমবাগান এলাকায় থাকেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় আলমকে সকাল সাড়ে নয়টার পর আনা হয়। ১০টার দিকে তিনি মারা যান।”খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, “ইউসেফ স্কুল কেন্দ্রের সামনে একজন মারা গেছেন।”
তবে কারা গুলি করেছে, আলাউদ্দিন কিভাবে গুলিবিদ্ধ হলেন, তা জানাতে পারেননি তিনি।
১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান।
নিহত আলাউদ্দিনকে নিজের সমর্থক দাবি করে বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান বলেন, “আলাউদ্দিন আমার কর্মী। আওয়ামী লীগ প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে গতকাল থেকে এলাকায় অবস্থান নিয়েছে। কেন্দ্রের বাইরে গুলি করে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে।“আরও ছয়জন আহত হয়েছেন। তাদের কারও গায়ে গুলি লেগেছে, কারও মাথা ফেটেছে। একজন নারীর অবস্থা খুব খারাপ।”তবে আহত ওই নারীর নাম জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!