ঢাকা অফিস : বলিউডে সল্প পরিসরে কাজ করলেও সৌন্দর্যের জন্য জেরিন খান নজর কেড়েছিলেন সবার। কিন্তু প্রথম সারির নায়িকা হতে পারেনি। নজের সৌন্দর্য থাকলেও বরাবরই তারসঙ্গে ক্যাটরিনার মিল খুঁজেছে দর্শক।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন খান বললেন, বীর দিয়ে বলিউডে পা রাখার পর তাকে সবাই বলিউডের আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন।
যার প্রভাব পড়েছে তার কেরিয়ারের উপর। সেই কারণেই বলিউডে পা রেখেও সেভাবে তিনি নিজের জায়গা করতে পারেননি দর্শক হৃদয়ে।
ক্যাটরিনা কাইফের চেহারার সাথে মিল থাকার কারনেই তার কেরিয়ার শেষ করে দেওয়া হল বলেও ক্ষোভ প্রকাশ করেছেন জেরিন খান।
ফলে বলিউডের বার্বি ডল খ্যাত ক্যাটরিনা যেভাবে একের পর এক সফলতা পেয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, জেরিন সেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি।
তাই বলিপাড়ায় নিজের ব্যারথতার জন্য ক্যাটরিনাকে দায়ি করে জেরিন বলেছেন, ক্যাটরিনার মতো দেখতে হওয়াটাই তাঁর ক্যারিয়ারের ধসের এক মাত্র কারন।