1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ট্রলিই হলো জাহাবুলের কাল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০৯ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর ২৯ জানুয়ারীর সকালে তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাটের বালুর স্তুপের নীচ থেকে জাহাবুল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ বিষয়ে নিহত জাহাবুলের ভাই মিরপুর থানায় সাধারণ ডায়েরী করে। পরে মিরপুর থানা মামলাটি তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। তদন্ত শেষে গতকাল রাতে শামসুল নামের একজনকে আটক করে পিবিআই পুলিশ। পরে স্বীকারোক্তি মূলে উদ্ধার করেন তার ব্যবহিত মোবাইল ফোন ও ট্রলি। আটকের পরে শামসুলকে আজ বিকেলে কুষ্টিয়ার আদালতে প্রেরণ করলে আদালত তাকে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ১৯/০১/২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মিরপুর থানার শাকহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাবুল (২২) কে নিজ বাড়ি থেকে নিজস্ব হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী নিয়ে ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামস্থ জসীমের ইট ভাটার মাটি টানার উদ্দেশ্যে বের হয়। এরপর সে নিখোঁজ থাকলে তার আত্নীয় স্বজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে গত ইং-২৪ জানুয়ারীতে নিখোঁজ সংক্রান্তে তার ভাই মাহবুল ইসলাম মিরপুর থানার সাধারন ডায়েরী করেন, যার নং-৯৭০। পরবর্তীতে ২৯ শে জানুয়ারীর সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় মিরপুর থানাধীন তালবাড়ীয়া পুরান বালুর ঘাটে ফাঁকা জায়গায় ফরহাদ হোসেনের বালুর স্তুপের উপরিভাগে বালু দিয়ে ঢাকা অবস্থায় জাহাবুলের অর্ধগলিত লাশ পাওয়া গেলে এ সংক্রান্তে মিরপুর থানার মামলা নং ২৭, তারিখ ২৯/০১/২০২১ খ্রিঃ, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহনের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, পিবিআই, কুষ্টিয়া এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল কাজী তাঁর টিমসহ জাহাবুল হত্যার একমাত্র মিরপুর থানাধীন নওদাগোবিন্দপুর এলাকার ফরুসর্দারের ছেলে শামসুল (২৭) কে ভেড়ামারা থানাধীন আদম বেপারীপাড়া গ্রাম থেকে আটক করে এবং নিহত জাহাবুলের ব্যবহৃত হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী ও মোবাইল ফোন উদ্ধার করে। পরে আসামী শামসুল (২৭) বিজ্ঞ আদালতে জাহাবুল হত্যাকান্ডের কথা স্বীকার করে জানায় যে সে ট্রলিটি হাতিয়ে নেওয়ার লোভে হ্যান্ডেল দিয়ে পেছন দিক থেকে জাহাবুলের মাথায় পর পর ৩/৪ টি আঘাত করে হত্যা করে মর্মে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x