আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া হরিপুর বাজারে কিশোর গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত হয়েছেন ২জন কিশোর। আজ দুপুর বারোটার সময় হরিপুর বাজারের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আহতের হয়েছেন শালদহ এলাকার আকমলের ছেলে আকাশ ও আলাউদ্দিনের ছেলে হিমন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কয়েদিন আগে কিছু মাদক সেবনকারীরা মাদক সেবন করে রাস্তায় মোটর সাইকেল যোগে উচ্ছঙ্খলভাবে চলাচল করে। রাস্তা দিয়ে আকাশ নামে একজন কিশোর এবং মেয়েদের ইভটিজিং করে বলে অভিযোগ উঠেছে। আকাশ ও ইমনের সাথে তামিমের নামের একজনের সাথে কথাকাটি হয়। যা ঐ এলাকার মাতব্বরসহ গন্যমান্য ব্যক্তি বিষয়টি শালিশ বিচার করে। এরই প্রেক্ষিতে আজ আকাশ সেলুনের দোকানে চুল কাটতে যাবার সময় পথেই তাকে মারধর করতে থাকলে ইমন ঠেকাতে গেলে দুইজনকে ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি তাজা সংবাদকে বলেন তামিম ইসলাম জয় নামে এক জনকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তারা মাদকের সাথে যুক্ত আছেন। বাকীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ বলে তিনি সাংবাদিকদের জানান।