এনামুল হক ইমন : কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাসের ১ হাজার ১২ পিছ এ্যাম্পল পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স যোগে এ ভ্যাকসিন এসে পৌঁছায়।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের কোভিশিল্ড নামের টিকার বক্স গ্রহণের সময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন, ১নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। ১টি এ্যাম্পল থেকে ৯ জনকে টিকা দেয়া যাবে বলে জানা গেছে।