আরিফ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ওজোপাডিকো’র শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে নেয়া নানা আয়োজনের মধ্যে বিদ্যুৎকর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে কর্তৃপক্ষ। এর ফলে একদিকে গ্রাহক সেবা গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সরঞ্জাম বিতরণকালে ওজোপাডিকো লি: এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনব উপস্থিত থেকে এসব নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরে কর্মীদের নির্দেশন প্রদান করেন। এসময় ওজোপাডিকোর সংশ্লিষ্ট প্রকৌশলীগণ ও বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।