আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার শহরের কাষ্টম এলাকায় থেকে চোরাই মটর সাইকেলসহ সোহেল রানা হিমেল (২৭) নামে একজন মোটর সাইকেলের চোরকে আটক করেছে মডেল থানার পুলিশ। আজ (সোমবার) সন্ধ্যায় একটি পালসার মোটর সাইকেলসহ আটক হয়। আটককৃত হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ীয়া এলাকার আজিবর রহমানের ছেলে সোহেল রানা হিমেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ৬ ফেব্রুয়ারী মাসে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রেলগেটের পাশ থেকে মুক্তা মোটর সাইকেলের গ্যারেজ থেকে চুরি হয়। এ বিষয়ে গাড়ীর মালিক ইন্তা ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ভেড়ামারা পুলিশ অভিযোগ আমলে নিয়ে জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত (পিপিএম বার) এর নির্দেশনায় ভেড়ামারা থানার পুলিশ ও মডেল থানার পুলিশ একযোগে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র বেশকিছুদিন ধরে চোরায় মোটর সাইকেলের চুরি করে বেচাকেনা ও অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কাষ্টম মোড়ে একটি অভিযান পরিচালনা করে সাইকেল পালসার সহ একজনকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয় কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত বলেন কুষ্টিয়াতে বেশ কিছুদিন ধরে মোটর সাইকেল চুরি হচ্ছে। বিভিন্ন থানাতে অভিযোগ ও জিডি দায়ের হয়েছে। এর প্রেক্ষিতে আমরা একটি টিম গঠন করে তাকে ধরতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছি এবং এ চক্রের সদস্য ধরতে অভিযান চলবে। এ বিষয়ে তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়।