তারেক, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল আজ দুপুরে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভাস্থ ঝাউতলা মোড়ে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স এর কার্যালয় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভুয়া নিয়োগপত্র সহ ০২ জন মোঃ রাজু আহম্মেদ (৩০), পিতা-মোঃ হালিম আলী, গ্রাম-জুগিয়া ও রেহেনা বেগম (৪৬), স্বামী-মোঃ রাজ্জাক আলী, গ্রাম-কুমারগাড়া, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত (মামলা নং-১৯ তাং-০৯/০২/২০২১খ্রিঃ) কুষ্টিয়া জেলার সদর থানায় এর মূলে থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।