আবির হাসান স্বাধীন: নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভালোবাসার কুষ্টিয়া মাসব্যাপী সামাজিক কার্যক্রম ঘোষণা করে। ইসলামিক ইউনিভার্সিটি থানায় দারুস সুন্নাহ মাদ্রাসায়, কুষ্টিয়া সদর থানার হাজী শরিয়ত উল্লাহ ইয়াতিম খানা, কুমারখালীর আল-ফালাহ ইয়াতিম খানা, খোকসার দারুল উলুম ইয়াতিম খানার পর এবার ভেড়ামারায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের বাচ্চাদের প্রাক-প্রাথমিক শিক্ষার কক্ষ মেরামতে এগিয়ে আসল সংগঠনটি। ভেড়ামারা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত বুনোপাড়ার মন্দির সবলগ্ন এ শিক্ষা কক্ষে ৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ভাল কক্ষ না থাকায় ঝড়, বৃষ্টি, প্রচন্ড শীতে পড়াশোনা এক প্রকার বন্ধ হয়ে থাকে। এ সমস্যার কথা বিবেচনা করে সাহায্যে এগিয়ে আসে ভালোবাসার কুষ্টিয়া টিম, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। নগদ অর্থ সহায়তার পাশাপাশি এক বেলা আহার বিতরন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দুলাল, তার সহধর্মিণী ও উদ্যোক্তা সাবিনা শারমিন, কুষ্টিয়া জেলা আ্যম্বাসেডর লিমন আহমেদ, ভালোবাসার কুষ্টিয়ার পরিচিত মুখ ফয়সাল শিকদার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, মন্দিরের সভাপতি শ্রী ওমর চাঁদ কুন্ডু, সংগঠনটির কুষ্টিয়া জেলা প্রধান সেচ্ছাসবক উমার ফারুক। ভেড়ামারা প্রসিড স্কুল এন্ড কলেজের পরিচালক তারিক আহমেদ। এছাড়াও উপস্থিত থেকে মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপজেলা আ্যমবাসেডর ওয়ারেকা বিনতে ওয়ালী, হযরত আলী, মোঃ মামুন, উম্মে রুপা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।