রাসেল, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয়ের (২৩) এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার (ওসি) শাহজালাল।
ওসি জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলের নিচে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। মরদেহটির ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।