আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় পড়ে আছে মরণের ফাঁদ, ঘটছে সড়ক দূর্ঘটনা। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বর পাঁচ রাস্তার মোড় এলাকায় মরণ ফাঁদে আটকিয়ে একজন মোটর সাইকেল চালক গুরুত্বরভাবে আহত হয়েছেন। পরে স্থানীয় ও পুলিশদের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। আহতের নাম জানা যায়নি সে বাবর আলী গেট এলাকার মাধব জুয়েলার্সের একজন ব্যবসায়ী বলে জানা যায়। এ ধরনের ঘটনা ঘটছে প্রায়দিন।
যেনতেন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্যাবল
সরেজমিনে ও স্থানীয়দের সূত্রে জানা যায় বেশকিছুদিন ধরে রাস্তার দু’পাশে বৈদ্যুতিক নতুন খাম্বার সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ শেষ হবার পর রাস্তার পাশে যেনতেন ভাবে বিভিন্ন ক্যাবল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকায় আহত হচ্ছেন মোটর সাইকেলের চালক সহ পথচারীরা বলে জানা যায়।
দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন রাস্তার পাশে রাতের অন্ধকারে চোখে দেখতে না পাওয়ায় ঘটছে বেশিরভাগ ঘটনা। কর্তৃপক্ষের উদাশনীয়তা কারণে ঘটছে এ ধরনের ঘটনা।
তবে এ বিষয়ে কোন কর্তৃকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
বঙ্গবন্ধু চত্বর এলাকায় ঝুলে আছে বিভিন্ন ধরনের ক্যাবল
বিষয়টি নজর দেওয়ার আহবান জানান এখানকার দোকান ব্যবসায়ীরা।