আন্তজার্তিক ডেস্ক : গত বছর থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ব। এখনও কাটিয়ে উঠতে পারেনি এর ধকল। মাত্রই শুরু হয়েছে টিকাকরণের কাজ। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক। নাম এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজ জানিয়েছে, রাশিয়ায় এই এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়িয়েছে। মূলত মুরগির এই ফ্লু হচ্ছে। আশঙ্কার খবর হল, দক্ষিণ রাশিয়ার একটি পোলট্রি ফার্মের সাতজন কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই প্রথম মুরগি থেকে মানব শরীরে এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া গেল। তবে এক মানব শরীর থেকে অন্য মানুষের শরীরে এই ফ্লুর সংক্রমণ ছড়ানোর খবর এখনও পর্যন্ত নেই।
রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা জানান, ‘আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে।’ দক্ষিণ রাশিয়ার মুরগিদের মধ্যে এইচ ফাইভ এন এইট সংক্রমণ খুব বেশি পরিমাণে দেখা গিয়েছে।