রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়াসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ২য় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় ক্যাম্পাসের ডায়না মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রদর্শন শেষে প্রশাসনিক কার্যালয়ের সামনেসহ পর্যায়ক্রমে বিভিন্ন হলের সামনে অবস্থান নেয়। আবাসিক হল খুলে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকান্ড চলছে। শুধু ক্যাম্পাস বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে চলে এসেছেন এবং হল বন্ধ থাকায় তারা মেসে থাকতে শুরু করেছেন। হলের বাইরে থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। তাই খুব দ্রুত হল খুলে না দেয়া হলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করার ঘোষনা দেন। শিক্ষার্থীদের আন্দোলন যোক্তিক দাবী করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসসর ড. শেখ আবদুস সালাম বলেন, আবাসিক হল খোলার ক্ষমতা বিশ্ববিদ্যাল কতৃপক্ষের হাতে নেই। তবে বিষয়টি আমরা শিক্ষা মন্ত্রী জানিয়েছি। মন্ত্রালয়ের নির্দেশ পেলেই আমরা আবাসিক হলগুলো খুলে দিব। এদিকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া সরকারের সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। আগামীকাল সকাল ১১টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করবেন ঘোষনা দিয়েছেন তারা। মূলত সাংবাদিক সম্মেলনের পরেই পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান আন্দোলন কারী শিক্ষার্থীরা।