রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : হল,ক্লাস ও পরীক্ষা চালুর এক দফা দাবীতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
শিক্ষার্থীরা বলেন, একটাই দাবী আজই হল চালু করতে হবে, সাথে স্থগিত চলমান পরীক্ষা বন্ধের ঘোষনা বাতিল করতে হবে। আর আগামী ১ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিক করতে হবে। শিক্ষার্থীরা জানান, তারা বর্তমানে ক্যাম্পাসের বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন, মফস্বল এলাকা হওয়ায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্ত্বা নিয়ে তারা চরম শংকা প্রকাশ করেছেন।
বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এরপর তারা সেখান থেকে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসন ভবনের সামনে আসেন। সেখানেও তারা আজই হল চালুর দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা প্রশাসন ভবনের নিচে বসে অবস্থান ধর্মঘট পালন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের দাবীকে যৌাক্তক বলে মেনে নিয়ে বলেন, সরকারি নির্দেশের বাইরে গিয়ে তারা কিছু করতে পারবেন না।