রাসেল, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বস্তাভর্তি গরুর নাড়িভুড়ি দেখতে উৎসুক জনতার ভীড় করে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়ায় জিকে ক্যানেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে বস্তাবন্দী লাশ ক্যানেলের পানিতে ভাসছে। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে শত শত ভীড় করে উচ্ছুক জনতা। সংবাদ পেয়ে পুলিশ বস্তাটি উদ্ধার করে। পরে দেখা যায় এক বস্তা গরুর নাড়িভুড়ি। এটা চলে ফেসবুক প্রেমিকদের নিয়ে লাইভ। সবার মাঝে এক ধরনের আতংক বিরাজ করেছিল।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জানান জিকে ক্যানেলে লাশ ভাসমান আছে এমন খবর পুলিশ পায়। পরে পুলিশ যেয়ে দেখে গরুর নাড়িভূরি।