আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া ট্রাফিক টিআই আব্দুল আল জুবায়েদ কে বিদায় সংর্বধনা জানিয়েছেন তাজা সংবাদ পরিবার। আজ সন্ধ্যায় তাকে ফুলের সংবর্ধনা জানানো হয়। এ সময় তাজা সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, তাজা সংবাদের ক্রাইম রিপোর্টার আমিন হাসান, স্টাফ রিপোর্টার আরিফ, অন্তর, রুমন, সনজুসহ গণমাধ্যম কর্মীরা।
বিদায়ী ট্রাফিক টিআই আব্দুল আল জুবায়েদ বলেন, কুষ্টিয়াবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তা কখনো ভুলবো না। স্থান পরিবর্তন হলেও আমি কুষ্টিয়াবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছি না। আমি আপনাদের মাঝে সব সময় থাকতে চাই।