৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভেড়ামারা থানায় রুজুকৃত সাম্প্রতিক ধর্ষন ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতারের দাবিতে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বামন পাড়া এলাকার প্রবাসীর স্ত্রী কে গনধর্ষন ও চাঁদাবাজির ধারায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতারের আওতায় আনতে হবে। এর অন্যথা হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।