আরাফাত হোসেন, কুষ্টিয়া : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর এর ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মাহাবুব আলম হানিফ এমপিকে জড়িয়ে ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ২৯(১)৩১(২) ধারার মামলার আসামী পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ার খালী গ্রামের নুরুল আলম এর পুত্র রাজিবুল আলম এর ১ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। আদালত সূত্রে জানাযায় আজ কুষ্টিয়া জিআর ৫৭০/২০ মামলার তদন্ত কর্মকর্তা আসামি রাজিবুলের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ১ দিনের রিমান্ড মন্জুর করেন। মামলা টি রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট নিজাম উদ্দিন ও মন্জুরী বেগম। এপিপি তরুন কুমার বিশ্বাস, আসাদুর রহমান, মসলেম উদ্দিন ও এ্যাড. গোলাম রসূলসহ কয়েকজন ও কোর্ট ইন্সপেক্টর রেজাউল । আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুল মজিদ, এ্যাড. এনামুল হক, এ্যাড. আনসার হাবিব সহ কয়েকজন।
কটুক্তির ঘটনায় ক্ষুদ্ধ হয়ে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।