আরিফ, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল আজ দুপুরে র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে বটতৈল ভাদালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পূর্ব দিকে বটগাছের নিচে’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ কেজি ৮০০ গাঁজা যাহার যাহার মূল্য অনুমান ছিয়াত্তর হাজার টাকাসহ সদর থানার সুন্দরপুর এলাকার সামছুল আলমের ছেলে আলমগীর হোসেন বিদ্যুৎকে আটক করে র্যাব-১২। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আটককৃতের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। পরে র্যাব-১২ বিদ্যুৎকে সদর থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য যে, বিদ্যুৎ মোবাইল ব্যবসাকে পুঁজি করে গোপনে গাঁজার অবৈধ ব্যবসা পরিচালনা করছে জানান র্যাব-১২।