অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ডিবি পরিচয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ দেখে মোটর সাইকেল ভয়ে ফেলে পালালো ছিনতাইকারীরা। আজ (বৃহস্পতিবার) সকালে শহরের শেখ রাসেল সেতু থেকে কলেজ ছাত্র সাইদ আহামদ কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে মোটর সাইকেলের ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন মিরপুর উপজেলার গোবিন্দুগুনিয়া এলাকার হাবিব প্রামানিকের ছেলে কলেজ ছাত্র সাইদ আহাম্মদ।
সাইদের বন্ধু সাব্বির আহম্মদ তাজা সংবাদকে জানান তার বন্ধু কুষ্টিয়া শহরে পড়াশোনা করেন। সাইদের মা অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দেখাশুনার করার জন্য এবং অসুস্থ মায়ের খাবার এনে দেন সাইদ। তার মায়ের দেখাশুনা ও খাবার দেওয়া শেষ হলে সাইদ তার এক মেয়ে বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে শেখ রাসেল হরিপুর সেতুতে ঘুরতে যায়। সেতুর মাঝে থাকা অবস্থায় বিপরীত থেকে একটি মোটর সাইকেল তাদেরকে ফলো করেন এবং অজ্ঞাত ব্যক্তিরা তাদেরকে কাছে ডেকে ডিবি পুলিশ পরিচয় দেন বলে জানান সাব্বির আহম্মেদ।
সে আরও জানান তার বন্ধু সাইদকে অজ্ঞাত দুইজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইদের মোটর সাইকেলে কাগজপত্র দেখতে চান। সাইদ ভয়ে গাড়ীর যাবতীয় কাগজপত্র দেখান। দুইজন অজ্ঞাত ব্যক্তিরা সাইদকে বলে তুই মাদক ব্যবসার সাথে জড়িত আছিস। সাইদ বিষয়টি অস্বীকার করলে অজ্ঞাত ব্যক্তিরা বলে তোকে এখন থানাতে যেতে হবে। অতঃপর সাইদ থানাতে যেতে রাজী হলে সাইদের কাছে থাকা মোটর সাইকেলের চাবি কেড়ে নেন এবং অজ্ঞাত একজন ব্যক্তি মোটর সাইকেলের উপর বসে গাড়ী চাবি দিয়ে মোটর সাইকেল চালু করেন। এমনি একপর্যায়ে মোটর সাইকেলটি কুমারখালী উপজেলার বাঁশগ্রাম নামক স্থানে পৌছাইলে অপর দিকে কুমারখালী থানার একটি পুলিশ পিকাব ভ্যান আসতে দেখলে তাৎক্ষনিকভাবে অজ্ঞাত দুইজন ব্যক্তিরা মোটর সাইকেল ঘুরানোর চেষ্টা করেন। এরই এক সময়ে মোটর সাইকেলের পিছনে থাকা সাইদ তার গাড়ীর সামনে এসে দ্রুতভাবে চাবি খুলে নিয়ে দৌড়ে পালিয়ে যান এবং মোটর সাইকেলটি রাস্তায় পড়ে বন্ধ হয়ে যায়। এ সুযোগে অজ্ঞাত দুইজন ছিনতাইকারীরা পুলিশের ভয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানা যায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির তাজা সংবাদকে জানান আজ সকালের দিকে শেখ রাসেল হরিপুর সেতুতে মোটর সাইকেলে ছিনতায়ের চেষ্টা এর অভিযোগ মডেল থানায় জমা পড়েছে। বিষয়টি পুলিশের জন্য খুব দুঃখজনক ঘটনা। তবে ছিনতাইয়ের সাথে যেই জড়িত থাকুক না কেন আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশ কঠোর হয়ে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন তাদের দুইজনকে কিছুটা সনাক্ত করা হয়েছে। পুরাপুরি হলে প্রেস নোটিশের মাধ্যমে জানানো হবে।