রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের মিলপাড়ায় দূর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত ৫ বগি উদ্ধার শেষ পর্যায়ে, উদ্ধারকারি ট্রেন ইতিমধ্যে চারটি বগি উদ্ধার করেছে। শেষ বগিটি উদ্ধারে দুমড়ে মুচড়ে যাওয়া রেলপথ মেরামত চলছে। পাকশি রেলওয়ের বিভাগীয় ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার অশিষ কুমার মন্ডল জানিয়েছেন বেলা তিনটা থেকে পাঁচটার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী ও ফরিদপুর ও গোপালগঞ্জেরে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এর আগে গতকাল দুইটায় এই র্দূঘটনার পর ২৩ ঘন্টা ধরে এই পথে রেল যোগাযোগ বিঘ্ন হয়েছে। আজ বেলা ১১টার দিকে একটি ট্রেন যাত্রি নিয়ে দূর্ঘটনার আগের স্টেশন পর্যন্ত আসে। এবং যাত্রীরা সেখানে নেমে পায়ে হেটে পরের স্টেশনে এসে অন্য ট্রেন ধরেন। এতে যাত্রীরা চরতম ভোগান্তির মধ্যে পড়েন।
পাকশি রেলওয়ের বিভাগীয় ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার অশিষ কুমার মন্ডল বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কারা এই কমিটির সদস্য তা তিনি নিশ্চিত করেন নি। লাইনচ্যুত ৫ বগির মধ্যে দুইটির চাকা খুলে ও ভেঙ্গে গেছে, যার ফলে ওই বগি দুটি চালিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। রেল পথের পাশেই রাখা হয়েছে। আর বগিতে গম বোঝায় থাকায় গম সরিয়ে উদ্ধার কাজে দেরি হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ২ টায় গমবোঝাই মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুর যাচ্ছিল। কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশন অতিক্রম করার সময় বিপরিত দিকে দাড়িয়ে থাকা রেলপথ মেরামতের ট্রলির সাথে মুখোমুখি সংষর্ঘ ঘটে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং রেলপথ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী বলেন, অসাবধানতার কারনে এই র্দূঘটনা ঘটেছে। অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। মালবাহী ট্রেনের সর্বমোট ২২টি বগি ছিল যার সবগুলোতে গম বহন করা হচ্ছিল।