আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের উপর হামলা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক, জেলা ও পুলিশ প্রশাসনের সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি গাজী মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপস্থিত সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত মূলধারার সাংবাদিকদের প্রতিবাদী মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত নেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় থাকার ঘোষনা দেন সাংবাদিকরা। সেই সাথে এযাবৎকাল প্রভাবশালী মহলের রক্ত চক্ষুর ভয়ে যে সব সংবাদ তুলে ধরা থেকে সাংবাদিকরা বিরত ছিলো সেগুলিও এখন থেকে একযোগে তুলে ধরার ঘোষনা দিয়েছেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। এসময় সেখানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।