আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রোহান প্রামানিক নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ১৩ ই মার্চ দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রোহান উপজেলা তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শামসুল প্রামাণিকের ছেলে। সে বড়খাতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের চাচা উজির উদ্দিন তাজা সংবাদকে জানান গত বৃহস্পতিবার বিকাল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ইশ্বরদী সড়কের গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য নিহত রোহানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।