অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়ায় রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তামাক ক্ষেতে রঙ্গিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে এ নারীর বাড়ির পাশের মাঠে তামাক ক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সে মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
নিহতের অভিভাবকরা জানান রঙ্গিলা ঘাস কাটতে মাঠে গেলে আর বাড়ীতে ফিরে আসেনি। গত রাত থেকে অনেক খোঁজাখুজি করতে থাকলে পরেদিন সকালে রঙ্গিলার লাশ বাড়ির পাশে তামাক ক্ষেতে তার লাশ দেখতে পায়।
এ ব্যাপারে কুষ্টিয়ার মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়ায় রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে কে বা কাহারা কি কারণে হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের তদন্ত চলছে এবং ময়না তদন্তের পর হত্যার আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।