বিনোদন ডেস্ক : সালমন খান,দিশা পাটানি, জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা অভিনীত ‘রাধে’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এই ছবিটি সালমান খান এবং প্রভু দেবার তৃতীয় সহযোগী প্রকল্প। এর আগে দুজনে ২০০৯-এর অ্যাকশন-থ্রিলার ওয়ান্টেড এবং ২০১৯-এর অ্যাকশন-কমেডি দাবাং-এ একসঙ্গে কাজ করেছেন।
রাধে’ ছবির পোস্টার সামনে এনেছেন সালমন। যেখানে সালমনকে একেবারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে পুরো অ্যাকশন সিকোয়েন্স।
হেলিকপ্টার উড়ছে, গোলাবারুদের ছবি। সালমনের লুকও তাক লাগিয়েছে। পোস্টার দেখেই স্পষ্ট সালমন খানের ছবির জন্য যা যা থাকে, তার সব উপকরণই রয়েছে ছবিতে।
সালমন খান ফিল্মসের এক মুখপাত্র বলেছেন, ‘সলমন খান ও ঈদের কানেকশন খুব ভালো। রাধের হাত ধরে আমরা সেই ঐতিহ্যটা আবারও ধরে রাখতে পারলাম। ২০২১ সালে এটা অন্যতম বড় ছবি হতে চলেছে।
গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু, গত বছর করোনা পরিস্থিতির জন্য সিনেমা হল বন্ধ থাকায় ছবি মুক্তি পিছিয়ে যায়। এবার ইদে তাই ছবিটি হতে চলেছে এক বড় ধামাকা।