আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া মিরপুর চিথলিয়ায় জমি আবাদ করার সময়ে সিদ্দিক (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় মিরপুর চিথলিয়ার পাহাড়পুর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনাস্থলে পুলিশ খরব পেয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ফেরত আলী মন্ডলের ছেলে সিদ্দিক।
নিহতের পরিবারের সদস্যরা তাজা সংবাদকে জানান বাড়ীর পাশে জমিতে আবাদ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের। সন্ধ্যায় লোকজনের মুখে জানতে পারে সিদ্দিককে কে বা কাহারা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মিরপুর স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সাতটার সময় মারা যান।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা তাজা সংবাদ কে জানান কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন এর পাহাড়পুর গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জমি সংক্রান্ত জের ধরে সিদ্দিক(৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তারা। নিহত ব্যক্তি তার বাড়ির পাশের জমিতে আবাদের কাজে ব্যস্ত ছিল। এসময় কে বা কাহারা তাকে আহত করছে তা জানা যাইনাই। দীর্ঘদিন তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে তিনি জানান। তবে অপরাধ যে করুক না কেন আইনের আওতায় তাকে আসতে হবে। এ বিষয়ে কঠোর ভাবে তদন্ত করা হবে তিনি বলেন।