আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ার দক্ষিণ বোয়ালদহে এক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে ইউনুচ (১৮) নামের এক ব্যক্তিকে রবিবার সন্ধ্যায় আটক করেছে মডেল থানা পুলিশ।
আজ রবিবার বেলা ১২ টার দিকে ডাক্তারী পরিক্ষা ও চিকিৎকসার ওই প্রতিবন্ধী যুবকের শেষ হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বোয়ালদহে এলাকায় আটক ইউনুচ (১৮) আনসার আলীর ছেলে।
জানা গেছে, বোয়ালদহ গ্রামের প্রতিবন্ধী এক যুবককে (২১) কিছুদিন পূর্বে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেন একই এলাকার ইউনুচ। পরবর্তীতে পাশবিক নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে দেন। এ ঘটনায় রবিবার সকালে মডেল থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধীর মা। অভিযোগের ভিত্তিতে থানার অপারেশন ওসি মামনুর অর রশিদ এর নেতৃত্বে এসআই শ্যামা প্রসাদ অভিযান চালিয়ে সন্ধ্যায় আটক করে ইউনুচকে। ভোক্তভূগীর অবস্থা নাজুক, তাই তার পিতা থানায় মামলা করেন।
তবে ইউনুচ এর বিরুদ্ধে এই ধরনের ঘটনার সত্যতা আরো রয়েছে। ইউনুচ পূর্বে একাধিকবার ঔই প্রতিবন্ধীর সাথে বলাৎকারের ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগীর পিতা বলেন,ইউনুচ আমার প্রতিবন্ধী সন্তানের প্রতি অমানবিক আচরণ করেছেন।আমি তাদের উপযুক্ত বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শওকত কবির তাজা সংবাদকে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের কথা স্বীকার করেছেন ইউনুচ। সকালে ইউনুচকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।