ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বিবিরহাটের জেইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালীর কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) ও পঁচিশ বছর বয়সী এক যুবক। যার নামপরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় পাশে থাকা অটোরিকশাও উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ব্যক্তি। পরে আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম তাজা সংবাদকে বলেন, সকাল ৯টার দিকে বিবিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।