খেলা ডেস্ক তাজা সংবাদ: কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এস্তাদিও হোসে আলভারাদো স্টেডিয়ামে পর্তুগালের প্রতিপক্ষ আজারবাইজান। জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করতে চায় পর্তুগিজরা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে ক্রিশ্চিায়ান রোনালদোর দল। অন্যদিকে পর্তুগালের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চায় আজারবাইজান। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচটি শুরু হবে।