ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে রেলপথে পাথর ফেলে রাখায় সকাল ৯ টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরআগে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্তঃনগর সোনারবাংলার ওপর আশুগঞ্জের তালশহর এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. শোয়েব এবং জিআরপি ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।