দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষাডাঙ্গা এলাকায় কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে বাড়ীর ঢেউ টিন উড়ে মাথায় পড়ায় রবিউল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ বিকেলে মহিষাডাঙ্গার তৈল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
সে শশিধরপুর তারাগুনিয়া গ্রামের সাদ মন্ডলের ছেলে রবিউল ইসলাম(৪৫)। তিনি পিয়াজের ব্যবসা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত রবিউল ইসলাম ভেড়ামারা উপজেলার সাত মাইল নামক স্থান থেকে আলগামন গাড়ী করে পিয়াজ নিয়ে দৌলতপুর উপজেলার তার নিজ গ্রামে নিয়ে যাওয়ার সময় পথে মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হলে বাতাসের মাধ্যমে ঢেউ টিন উড়ে এসে গলার মাঝখানে পড়ে। ঘটনাস্থলে সে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে চিকিৎসকরা জানান তার আঘাত গুরুত্বর হওয়ায় তিনি পথে মারা যান বলে জানায় চিকিৎসক।