স্বাধীন, কুষ্টিয়া : কুষ্টিয়ার বড় আইলচারায় ক্যানালের পানিতে ডুবে সাবেত (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সে বড় আইলচারার গ্রামের মন্ডলপাড়ার দানেচ এর ছেলে সাবেত।
স্থানীয় সূত্রে জানা যায় বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ার মরহুম মঞ্জিলের পুত্র দানেচ আলী গরুকে গোসল করার জন্য বড় আইলচারার জিকে ক্যানেলে আনেন এবং জিকে ক্যানেলের শেখের ব্রীজের কাছে দানেচ গরুকে গোসলে নামালে তার সাথে আসা শিশু পুত্র সাবেত(৬) পানিতে নামেন। দানেচ গরুকে গোসল করানোর পর বাড়িতে গেলেও শিশুটি অন্য ছেলেদের সাথে গোসল করছিলো। পরে শিশুটি বাড়িতে না গেলে বাড়ির লোকজন সেখানে এসে খুঁজতে থাকেন। লোকজন শিশুটির লাশ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।
শিশুটি ঘটনাস্থলে মারা যাওয়ায় তাকে কোন স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে যাওয়া হয়নি বলে জানা যায়।