আরিফ, কুষ্টিয়া : ‘আইনের বাতিঘর’ কুষ্টিয়া আইনজীবী সমিতির সদস্য ও এজিডি মিয়া নাজির আহমেদ ঢাকাতে চিকিৎসাধীন (করোনায় আক্রান্ত হয়ে ) বিকাল ৫ টার সময় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এজিপি মিয়া নাজির আজ আর নেই। তিনি ঢাকাতে চিকিৎসাধীন (করোনায় আক্রান্ত হয়ে ) বিকাল ৫ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে সমসাময়িক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫বছর। তিনি পুত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিয়া নাজিরের মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
নিজের প্রজ্ঞা ও মেধা দিয়ে আদালতকে সহযোগিতা করে অনেকবার হয়েছেন আদালতের বন্ধু। এই আইনজীবীর সান্নিধ্যে এসে আইন পেশায় সফল হয়েছেন অনেকেই।এছাড়া যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার সেবায়।