দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার খলিশাকুন্ডিতে অবৈধ ট্রলির ধাক্কায় মোটর সাইকেলের চালক পারভেজ (২৪) নামে একজন নিহত হয়েছে। আজ দুপুর দিকে খলিশাকুন্ডি বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। সে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের হাফিজুর রহমানের ছেলে পারভেজ।
পুলিশ সূত্রে জানা যায় খুলিশাকুন্ডি বাজার নামক স্থানে মাহিম এন্টার প্রাইজ নাম নাম্বার বিহীন ট্রলি বোঝায়কৃত ভুট্টা লোড করে বাজার দিয়ে যাওয়ার পথে পিছন থেকে মোটর সাইকেল ডিসকভার ১২৫ সিসির মোটর সাইকেল যাহার নাম্বার কুষ্টিয়া-হ-১৫-২৩২৩ মোটর সাইকেল নাম্বার বিহীন টলিকে ওভার টেক করার চেষ্টা করলে পাশে থাকা বালুর সিলিপ খেয়ে মোটর সাইকেলের চালক পারভেজ রাস্তায় আচড়ে পড়লে টলির চাকা তার মাথার উপর উঠে গেলে মাথা পৃষ্ঠ হয়ে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেল চালক পারভেজ মারা যায়। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে টলি আটক করে দৌলতপুর থানার পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি তাজা সংবাদকে জানান পারভেজের পরিবারের কোন অভিযোগ না থাকায় পারভেজের মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং নাম্বার বিহীন টলিকে আটক করেছে বলে তিনি জানান।