কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়া পাড়া দক্ষিন পাড়া মাঠ থেকে মজির উদ্দিন(৪৩) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ শনিবার সকালে ভড়ুয়াপাড়া দক্ষিণ পাড়া মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, উপজেলার ভড়ুয়াপাড়া দক্ষিণ পাড়া মাঠে ভোরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটা লাশ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের মজির উদ্দিন ভড়ুয়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে । পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখেছে দুর্বৃত্তরা । এদিকে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। কে বা কারা এই হত্যাকান্ড করতে পারে তা তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য বলে তিনি জানান।