রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর জগ্বনাথপুর গ্রামে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন গ্রামবাসী।
আজ সকালে চর জগ্বনাথপুর গ্রামের এক মাঠে ওই গ্রামে হাজারো মানুষ দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায় করেন। এসময় নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন চর জগ্বনাথপুর গ্রামে জামে মসজিদের ইমাম আলহ্বাজ মওলানা ইদ্রিস আলী। এসময় কুমারখালী উপজেলার জগ্বনাথপুর ইউনিয়নের হাজারো মানুষ এই প্রার্থনায় অংশগ্রহণ করে।
এই বিষয়ে আলহ্বাজ মওলানা ইদ্রিস আলী বলেন, বৃষ্টি না হওয়াতে তাপপ্রবাহে দেশের মানুষের সমস্যা ও দুঃখ আর কষ্ট হতে থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি বা পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নাত। এটিকে আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা। হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’