অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়ার লাহিনী বটতলায় বোঝায়কৃত গম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা কেউ হতাহতের ঘটনা ঘটে নাই।
স্থানীয় সূত্রে জানা যায় গম বোঝায়কৃত নিয়ে কোন এক মিলের উদ্দেশ্যে রওনা হয়। পথে লাহিনী বটতলা নামক স্থানে পৌছালে এবং একপাশ সাইড করতে গেলে ঘটনাস্থলে বোঝায়কৃত ট্রাকটি উল্টে যায় এবং ট্রাকে থাকা গমের বস্তা পুকুরে পড়ে যায় বলে জানা যায়। বিস্তারিত আরও আসছে তাজা সংবাদে….