ঢাকা অফিস : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দশটি বাসসহ কয়েকটি দোকান পুড়ে গেছে।
উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি সিরাজুল কে বলেন, “সকালে ওই এলাকায় একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কয়েকটি দোকানে ও বাসে ছড়িয়ে পড়ে।“লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাস ও কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।”তবে ওই দোকানে কিভাবে আগুন লাগল তা তিনি বলতে পারেননি।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় নদীর পাড়ে ময়লার স্তূপ পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। সেই আগুন আস্তে আস্তে একটি তেলের দোকানে এসে লাগলে আশপাশের দোকানগুলোয় দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।