রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গণপরিবহন চালুর ৩ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও র্যালী করেছেন গণপরিবহনের শ্রমিকরা। আজ সকালে মজমপুর গেট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে গণপরিবহণের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে বলেন স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তাসহ সারাদেশে বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল শ্রমিকদের মাঝে ১০ টাকা কেজি দরে এমএসের চাউল দেবার দাবী জানান।
পরিবহনের শ্রমিকরা তিন দফা দাবিতে মজমপুর গেট ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশ’ কর্মহীন পরিবহন শ্রমিকরা। ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালু করার দাবি তুলে ধরে তারা।