কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে হোগলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছেন। আজ হোগলা আকু মেম্বার মোড় এলাকায় রাতে এ ঘটনা ঘটে। আহত হলেন কুমারখালী উপজেলার চাপাইগাছি ব্রীজের পাশ্বে সাবেক মেম্বার কুদ্দুস প্রামানিকের ছেলে সোহেল রানা লেনিন (৩৪)। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকা সূত্রে জানা যায় আকু মেম্বার মোড় সোহেল রানা লেনিন রাত ৯.৩০ মিনিটের সময় চা খেতে গেলে একই এলাকার ১০-১২ জন ব্যক্তি মোটর সাইকেল করে এসে চায়ের দোকানে আসলে সোহেল রানা লেনিন এর উপর অতির্কিতভাবে গুলিবর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে জানা যায়। তারা আরও জানান এটা রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটে পারে বলে এলাকাবাসীরা মনে করছেন।
এ বিষয়ে কুমারখালী ওসি জানান আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। তদন্ত করে সাংবাদিকদেরকে জানাবে বলে তিনি জানান।