আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালিন ত্রাণ পেলেন পরিবহন শ্রমিকরা। বুধবার সকালে কুষ্টিয়া স্টেডিয়ামে এ ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় ১১০ জন পরিবহন শ্রমিকের হাতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু ও রান্নার তেল তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।