ঢাকা অফিস : ‘নুনের ছিটা’ শব্দটি প্রতিবাদ বা ঘৃণার হলেও ঈদ উপহার হিসেবে আসিফ আকবর সেটিকে নিয়ে আসছেন উপহারের মোড়কে!তিনি মনে করেন আগের ‘ক্রেজি’ আসিফকে খুঁজে পাওয়া যাবে এই গানে। তার ভাষায়, ‘কথা, সুর, সংগীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি।’
গানচিত্রটি প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। ওমর ফারুকের কথায় সুর করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। আসিফ আকবর থাকছেন নতুন লুকে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ১১ মে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আন্তর্জাতিক সকল অ্যাপ-এ।