1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ঈদের ২য় দিনে পুলিশের চেকপোষ্ট অব্যাহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬১২ বার নিউজটি পড়া হয়েছে

আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া শহর ও উপজেলাগুলোতে ঈদের ২য় দিনে পুলিশের চেকপোষ্ট অব্যাহত আছে। আজ কুষ্টিয়া শহরের হরিপুর ব্রীজ সংলগ্নে বিকালের দিকে চেকপোষ্ট ও তল্লাশী চালিয়েছেন জেলা পুলিশ। বেপরোয়, হেলমেট বিহীন, মোটর সাইকেলে তিনজন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর রেজিষ্ট্রিশন, মুখে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনায় ছিলেন সাজেন্ট মাজেদ ও রাসেলসহ পুলিশ সদস্যরা।
টিআই ওলিউজ্জামান জানান জেলা পুলিশ সুপার খাইরুল আলম এর নিদের্শনায় ঈদের চাঁদ রাত থেকে তাদের এ অভিযান চলছে বলে তিনি জানান। তিনি আরও জানান কিশোর, তরুনরা আজ ফাঁকা রাস্তায় যেভাবে মোটর সাইকেলে রেস দিতে না পারে বা একই মোটর সাইকেল করে ঘুরতে না পারে এবং কুষ্টিয়াতে কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।
এদিকে জেলা পুলিশ সুপারের এরকম কার্যক্রম সাধুবাদ জানিয়েছেন কুষ্টিয়াবাসীরা। তারা আরও জানান এ ধরনের কার্যক্রম চললে কিছুটা হলেও সড়ক দূঘটনা বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x