কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মজিবুর রহমান।
গত রাতে ১১টার দিকে ঘটনাটি ঘটে পান্টি ইউনিয়নের পিতম্বরবসি গ্রামে। নিহতের নাম মো শিপন, সে স্থানীয় গোদের বাজারে ডেকোরেটরের দোকানী। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন শিপন। পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ তাজা সংবাদে বলেন, সালিসের সংক্রান্ত কথা বলে শিপনকে ডেকে নিয়ে যায়। তারপর গ্রামের রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, গতবারের ইউনিয়ন পরিষদের ভোটের সময় থেকেই এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে কিরোধে লেগে আছে। শামীমুর রহমান সুমন নৌকা প্রতীকে এবং মাসুদ মোল্লা আনারস প্রতীকে ভোট করেন। দুই জনই ভোটে হেরে যান।
চেয়ারম্যান হাফিজ তাজা সংবাদে বলেন, সেই সময় থেকেই আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ লেগে আছে। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।