1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় মুখে মাস্ক না থাকায় জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৫৫ বার নিউজটি পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনার লক্ষ্য এবং করোনার সংক্রমণ ঝুঁকি রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এতে মুখে মাস্ক না থাকাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ জনকে ৫০ টাকা করে ১৫০ টাকা এবং একজনকে ১০০ টাকাসহ মোট ৪জনকে জরিমানা করা হয়েছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া শহরের মজমপুর গেট ও মার্কেটসহ প্রধান সড়কের দুই পাশের দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় জেলা পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বনি আমিন।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন “অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা। ব্যবসা-বাণিজ্য সবকিছুই চলবে, তবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে সবাইকে।
“জনগণ যদি সচেতন না হয় তাহলে অভিযান পরিচালনা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেজন্য যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি, স্বাস্থ্য বিধি না মেনে বাইরে আসলে জরিমানার সম্মুখীন হতে হবে।”

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!