কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ সদরের কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও ভাতিজা মো. শাদ (১০)। শুক্রবার (২৮ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, সড়কের পাশের বিদ্যুতের খুঁটি থেকে তার টেনে বাঁশ দিয়ে হারুন অর রশিদের বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। ওই বাঁশের খুঁটিতে বাইসাইকেল রাখেন শাদ। কিছুক্ষণ পর সাইকেল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। শাদকে বাঁচাতে চাচাতো ভাই বাবলু ও চাচা হারুন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আবুবকর সিদ্দিক বলেন, বাঁশের খুঁটি থেকে কীভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।