চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটর সাইকেল আরোহী, আহত হয়েছেন ওই বাইকে থাকা আরও দুজন।
পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে চলছিল মোটর সাইকেলটি। আরোহী তিনজনের কারও মাথায়ই হেলমেট ছিল না। এর মধ্যে একজন ফেইসবুকে লাইভ দিচ্ছিলেন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. রিদোয়ান (২৮) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে।
আহতরা হলেন একই এলাকার মো. মহিউদ্দিন (২৫) ও মুহাম্মদ বেলাল (২৪)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনজনই একটি দাওয়াত খেতে সাতকানিয়া থেকে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া যাচ্ছিলেন বলে লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদ জানিয়েছেন।
চট্টগ্রামমুখী স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এসআই মামুন বলেন, “৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে পাঠাই। বাস ও মোটর সাইকেল হাইওয়ে পুলিশ জব্দ করেছে।”
বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন দোহাজারি হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মোস্তফা।
তিনি বলেন, মোটর সাইকেলটির চালক ঘটনাস্থলেই নিহত হন। বাস তার মাথা পিষ্ট করে চলে যায়।
বাইক আরোহীদের বিষয়ে তিনি বলেন, “মোটর সাইকেলটি দ্রুতগতিতে চলছিল। যে তিনজন ছিলেন, তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। একজন আবার ফেইসবুকে লাইভ দিচ্ছিলেন বলেও শুনেছি।”
সড়কে যান চালনায় সচেতনতার উপর জোর দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মহাসড়কে গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট ব্যবহারের জন্য বিভিন্ন সময় আমরা মামলা দিই, জরিমানা করি, সতর্ক করি। কিন্তু কিছু লোকজন আছেন, তারা কিছুই মানেন না।”