আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জনসহ বিশেষজ্ঞরা বিশেষ লকডাউনের প্রস্তাব দিয়েছেন। সবার মতামত শুনে শেষে জেলা প্রশাসক জানান সিদ্ধান্ত পরে জানাবেন।
দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং। এখানে জেলার গণমাধ্যমকর্মী, করোনা প্রতিরোধ কমিটির সদস্য, পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এদের বেশিরভাগই বিশেষ লকডাউনের প্রস্তাব দেন।
ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জন জানান এ মুর্হুতে লকডাউন খুবই প্রয়োজন। লকডাউন না দিলে করোনা সংক্রামন কুষ্টিয়ায় আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশংকা করছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় আরো ২১২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৫ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু পর এই ৫৪ জন সনাক্ত হওয়া একদিনে সর্বোচ্চ। এই ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় মারা গেছেন ২ জন। কুষ্টিয়া শহরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।