অন্তর, কুষ্টিয়া: জেলা পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশনায় মিলপাড়ার এস আই সাহেব আলী, সদর থানার এ এস আই আসাদ এবং এ এস আই শাহিনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের পুলিশের হাতে নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাসহ মামা ভাগ্নে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সদর হাসপাতাল রোড মুদিখানার ভেতর থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত হলেন টালিপাড়া এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে বাদশা এবং মানিক। সম্পর্কে তারা দুজন মামা ও ভাগ্নে। তাদের দুজনের কাছ থেকে এবং মুদিখানা দোকানের ভেতর থেকে ২০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টা উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির আহমেদ তাজা সংবাদকে জানান তারা দুইজন কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে থেকে দীর্ঘদিন নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টা বিক্রি করে আসছে। এর আগেও তারা কয়েকবার ট্যাপেন্টা বিক্রির অভিযোগে জেলাকারাগারে প্রেরণ করা হয়েছিল। তারা দুজন ডাইগনিষ্টক সেন্টারের দালাল চক্রের সদস্য বলে জানা যায়। তবে তাদের দুজনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।