1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় রেষ্টুডেন্টগুলোতে ভ্রাম্যমাণ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৬৭ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন, মাস্ক পরিধানের নির্দেশনা না মানায় এবং বহু সংখ্যক কাষ্টমার নিয়ে রেষ্টুডেন্টে খাবার বিক্রয় করার অপরাধে এবং অধিক সময় দোকান পাট খোলার অপরাধে শহরের এক দিনে ২০ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই মামলা থেকে ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শুক্রবার দিনভর শহরে মেহেরজান রেষ্টুডেন্ট, ধোঁয়া রেস্টুডেন্ট এন্ড চাইনিজ, কেপেডি পাস্তা রেষ্টুডেন্ট, অশোকসহ বিভিন্ন দোকানদারকে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান তাজা সংবাদকে বলেন কুষ্টিয়া শহরে ​ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয় নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x